নিউজ ওয়েভ ইন্ডিয়া: কথায় বলে মিউজিক হ্যাজ নো ব্যারিয়ার। অর্থাৎ গানের সুর কোনও সীমাবদ্ধতায় ধরা দেয় না। আর এই কথাটাকেই আবার নতুন করে সত্যি প্রমাণ করলেন ইয়োহানি ডি সিলভা। সিংহলি এই গায়িকার নতুন গান ‘মানিকে মাগে হিতে’ গানটি ইতিমধ্যেই বিশ্বের তামাম সংগীত প্রেমিক মানুষের মন জয় করেছে। ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াগুলিতে ছড়িয়ে পড়েছে ২৮ বছরের এই তরুণী গায়িকার গান। গানের মানে না বুঝলেও সুর এবং তালের যুগলবন্দি আপনাকে মোহিত করতে বাধ্য করবে। দুনিয়া জুড়ে ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে মানিকে মাগে হিতে। এর বেশ কয়েকটি ভার্সন ইতিমধ্যেই তৈরি হয়েছে ইউটিউবে।
মানিকে মাগে হিতে লাইনটির বাংলা মানে কেউ বলছেন তুমি আমার চোখের মণি। আবার কেউ বলছেন তোমার সৌন্দর্য থেকে চোখ ফেরানো দায়। রকস্টারের মাদকতাময় কণ্ঠ আর সুরের ঝঙ্কারে এখন মজে নেটদুনিয়া। ইয়োহানির জনপ্রিয়তার আরও একটি কারণ তার স্মার্ট লুক। সম্পূর্ণ নিজস্ব একটি স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন এই সিংহলি গায়িকা।
তবে মানিকে মাগে হিতে গানটি প্রথম তাঁর হিট নয়। ইউটিউব স্টার হিসেবে তিনি বহুদিন আগেই প্রতিষ্ঠিত। এর আগেও তাঁর বেশ কয়েকটি গান ইউটিউবে জনপ্রিয় হয়েছিল। প্রায় সবকটিরই লাইক এবং ভিউজের সংখ্যা লক্ষাধিক। ইয়োহানি নিজেই লেখেন, নিজেই সুর দেন সেইসব গানে। শ্রীলঙ্কায় পপস্টার হিসেবে ইতিমধ্যেই বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি। বিভিন্ন জায়গা থেকে ডাক আসছে স্টেজ শো করার জন্য।
T 3998 – क्या किया .. क्या हो गया 🤣🤣 !
But truly an ode to that incredible Sri Lankan song ‘Manike Mage Hithe’ ..edited here to my KALIA song by the genius NAVYA NAVELI..BUT honestly Manike.. playing in loop whole night .. impossible to stop listening.. SUUUPPEEERRRBBB 🎶🎶🎶🎶 pic.twitter.com/va0kEUHHVq— Amitabh Bachchan (@SrBachchan) August 15, 2021
শ্রীলঙ্কায় এখন তাঁকে অনেকেই Rap Princes বলেও ডাকছেন। ইয়োহানির এই গানটি প্রথমে গেয়েছিলেন সথীশন রথনায়কা নামে এক শিল্পী। পরে ইয়োহানি এই গানটি নতুন করে গান। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার সহ এশিয়া এবং মধ্য-এশিয়ার দেশগুলোতে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মানিকে মাগে হিতে। শোনা যাচ্ছে, তাঁর কাছে নাকি বলিউডেরও অফার আছে। তবে এখনই বলিউডে যেতে রাজি নন ইয়োহানি। সম্প্রতি বিগ বি পর্যন্ত এই সিংহলি তরুণীর গানে মুগ্ধতা প্রকাশ করেছেন। তাঁর কালিয়া ছবির জঁহা তেরি ইয়ে নজ়র হ্যায় গানটির সঙ্গে এডিট করে ইয়োহানির গানটি জোড়া হয়েছে। এবং তাতেই মাত হয়েছে অমিতাভ। শুধু বলিউড নয়। ইতিমধ্যেই ইয়োহানির এই গান তামিল, তেলেগু, হিন্দি বিভিন্ন ভাষায় রেকর্ড করা শুরু হয়েছে। বহু গায়ক গায়িকাই কভার সং হিসেবে গানটি রেকর্ড করছেন।