নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফিরে এলাম একটা বিরতির পর। খবর পরিবেশকের ভাষায় এভাবেই বলতে পারেন ‘বল্লভপুরের রূপকথা’ খ্যাত অভিনেতা ভূপতি। আরও পরিষ্কার করে বললে অভিনেতা সত্যম ভট্টাচার্য। হিপোক্রিটস নাট্যগোষ্ঠীর প্রযোজনায় নতুন নাটক ‘তবে তাই’-এ মঞ্চাভিনয়ে প্রত্যাবর্তন ঘটছে সত্যম ভট্টাচার্যর। আগামী ১৯ ফেব্রুয়ারি জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হবে সত্যম ভট্টাচার্যের নতুন নাটক ‘তবে তাই’।
তিন বছর পরে নতুন নাটক নিয়ে ফিরছে হিপোক্রিটস (Hypokrites)। আর এই নাটকের দলের সঙ্গে প্রায় ১৭ বছর ধরে যুক্ত অভিনেতা সত্যম ভট্টাচার্য। পালন করেছেন অনেক মুখ্যচরিত্রের দায়িত্ব। হিপোক্রিটস-এর হাত ধরে মঞ্চে আসছে তাঁর নতুন নাটক ‘তবে তাই’। ইতালিয় লেখক Luigi Pirandello-র লেখা অবলম্বনে এই নাট্যরূপ রচনা করেছেন প্রতীক দত্ত। অনির্বাণ ভট্টাচার্যর ২টি পরিচালনার কাজ, ‘মন্দার’ আর বল্লভপুরের রূপকথা (Ballavpurer Rupkotha)-র ও চিত্রনাট্য লিখেছিলেন প্রতীক। নাটকের নির্দেশনা সুস্নাত ভট্টাচার্যর। নাটকের টিজারটিতেও রয়েছে বেশ নতুনত্ব। ঘড়ির কাঁটার মতো ঘুরছে চরিত্ররা।
এই নাটকে সত্যম ভট্টাচার্য ছাড়াও অভিনয় করেছেন, আভেরী সিংহ রায়, সুস্নাত ভট্টাচার্য, অনিন্দ্য সেন, শাশ্বতী সিংহ, মৌমিতা গুপ্ত শর্মা, জিৎ দাস, নির্নিশা তালুকদার। ইতালির এই লেখকের নাটকের বিষয়বস্তু হল, এক নতুন জায়গায় বাড়িভাড়া নিয়ে আসে এক পরিবার। সেখানেই পরিপার্শ্বিক মানুষদের তাঁদের নিয়ে ভীষণ আগ্রহ। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কেমন, তা ঠিক করতে গিয়েও পেরে ওঠে না তাঁরা। এই নিয়েই সাজানো গল্প। নাটকে সত্যমের চরিত্রের নাম দিব্যেন্দু। নাটকে লেখকের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলবে সত্যমের চরিত্র।
তবে তাই হিপোক্রিটস-এর ৩০তম নাটক। ইতিপূর্বে চেয়ারস, কন্ডিশনস অ্যাপ্লাই, গডস টয়লেট, ইন লাভ ? আমরা বাঙালি জাতি, ভজ গৌরাঙ্গ কথা, প্রিয়া ক্যাফে, ১৬ পাতা-র মতো বেশ কয়েকটি নাটক প্রযোজনা করেছে। পাশাপাশি মিডিয়া, ব্ল্যাত অ্যান্ড হোয়াইট, হত্যারে-এর মতো কয়েকটি পথনাটক ও অন্তরঙ্গ নাটকও প্রযোজনা করেছে তারা।