নিউজ ওয়েভ ইন্ডিয়া: ‘মানিকে মাগে হিথে’ গানের আকাশছোঁয়া সাফল্য। এরপর বলিউডে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন স্বয়ং ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। কিন্তু, না করে দিয়েছিলেন সিংহলী গায়িকা ইয়োহানি। তবে এবার বলিউডে অভিষেক তাঁর পাকা। ‘থ্যাঙ্ক গড’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটতে চলেছে তাঁর। সেখানে অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিং অভিনয় করছেন। একটি বিবৃতি অনুসারে, ইয়োহানি আসন্ন ছবির জন্য তার হিট ট্র্যাকের হিন্দি সংস্করণ গাইবেন।
এই বিষয়ে কথা বলতে গিয়ে পরিচালক ইন্দ্র কুমার বলেন, “ইয়োহানির গানটি একটি সুপার সেনসেশন হয়ে উঠেছে এবং আমি ভূষণজির প্রতি কৃতজ্ঞ যে আমাকে এই ব্লকবাস্টার ট্র্যাকটি ‘থ্যাঙ্ক গড’-এর অংশ হিসেবে দেওয়ার জন্য! আগামী বছর ছবিটি দর্শকদের সামনে আনার জন্য উন্মুখ!”
সম্প্রতি ইয়োহানি, যিনি সম্প্রতি ‘Bigg Boss 15’ এবং ‘দ্য বিগ পিকচার’-এ হাজির হয়েছেন, তিনি বলিউড কাজের সুযোগ পেয়ে নিজের খুশি প্রকাশ করেছেন। “আমি ভারতের কাছ থেকে অসাধারণ ভালোবাসা এবং সমর্থন পেয়েছি এবং ভূষণ কুমার, ইন্দ্র কুমার এবং ছবিতে আমার ট্র্যাকের হিন্দি সংস্করণ উপস্থাপন করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ! আমি শীঘ্রই ভারত সফরের অপেক্ষায় আছি।”