নিউজ ওয়েভ ইন্ডিয়া: স্বাধীনচেতা মেয়ে নুসরত ভারুচা। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। কাজ পায় একটি কন্ডোম তৈরি সংস্থায়। কিন্তু, লোকলজ্জার কারণে শশুর বাড়িতে সে কথা গোপন রাখে। একজন মেয়ে হিসেবে এই কাজ করতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে। কারণ, সমাজের চোখে কন্ডোম বিষয়টি খুবই লজ্জাজনক। সম্পূর্ণ হাসির মোড়কে একটি সামাজিক বার্তা তুলে ধরা হয়েছে এই ছবিতে। গল্পের পাঞ্চলাইন, হাস্যরস, অভিনয় এবং ছবির গানগুলিও দর্শকদের ভালো লেগেছে।
শুক্রবার দেশজুড়ে রিলিজ করেছে কমেডি- ড্রামা ‘জনহিত মে জারি’ ছবিটি। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন নুসরত ভারুচা। ছবির গল্প বিনোদ ভানুশালী, রাজ শান্ডিল্য, বিমল লাহতি, বিশাল গুরনানির। নুসরত ছাড়াও এই ছবিতে রয়েছেন অনুদ সিং ঢাকা, পরিতোষ ত্রিপাঠি, বিজয় রাজ, টিনু আনন্দের মতো অভিনেতারা। পরিচালক জয় বাসন্তু সিং। নির্মাতারা ছবি মুক্তির দিন ১০ জুন ডিসকাউন্ট প্রাইসে টিকিট বিক্রির অফারও দিয়েছিলেন।
