Tribute to KK
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: তিনি নেই। তবুও আপামর শ্রোতাদের হৃদয় জুড়ে আছেন। তিনি কৃষ্ণকুমার কুন্নাথ। সংক্ষেপে তাঁকে KK নামেই চেনে সারা বিশ্ব। ২৫ বছরের ফিল্ম মিউজিকের কেরিয়ারে গেয়েছেন একের পর এক সুপারহিট গান। যে সব গানের সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা একটা প্রজন্মের শৈশব, কৈশোর। সদ্য প্রয়াত সেই KK স্যারকে গানে কথায় স্মরণ করা হল শহর কলকাতায়।

বিজয়গড়ে ‘ক্যাফে আলাপ’-এর উদ্যোগে আয়োজিত হয়েছিল কিংবদন্তি শিল্পীর একটি স্মরণ সন্ধ্যার। হাজির ছিলেন কলকাতার একঝাঁক তরুণ শিল্পী। একটি নামী চ্যানেলের রিয়েলিটি শোয়ে অংশ নেওয়া ঋক বসু, অনুষ্কা পাত্রর মতো জনপ্রিয় কয়েকজন কণ্ঠশিল্পীও ছিলেন এদিনের অনুষ্ঠানে। গানে, কথায় ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হল প্রয়াত শিল্পীকে।

ছিলেন পরিচালক জিৎ চক্রবর্তী, নবাগত সংগীত পরিচালক জুটি শুভম-শুভঙ্কর, অভিনেতা রেমো, নীলাঙ্কুর মুখোপাধ্যায়, সায়ন মুখোপাধ্যায়, অধিরাজ গঙ্গোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, দীপান্বিতা নাথ সহ আরও অনেকে। ‘প্যায়ার কে পল’, আলবিদা, ‘তড়প তড়প কে’, ‘সচ ক্যাহে রাহা হ্যায়’ সহ একের পর এক সুপারহিট গান পরিবেশন করা হয় আড্ডার ফাঁকে ফাঁকে।

Share it