সোনালী দাশগুপ্ত: রাজা চন্দর পরিচালনায় আসছে ওয়েব সিরিজ ‘কাটাকুটি’। অভিনেত্রী মানসী সেনগুপ্তকে এই প্রথমবার এই ওয়েব সিরিজে হিরোইনের ভূমিকায় দেখা যাবে। মানসীর বিপরীতে অভিনয় করবেন ওয়েব কিং সৌরভ দাস। ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন মানসী সেনগুপ্ত।
ওয়েব সিরিজে এর আগেও কাজ করেছেন মানসী। তবে নায়িকা বা লিড রোলে এই প্রথম। কাজ করেছেন সৌরভ দাসের সঙ্গেও। এর আগে ‘কামিনী’তে দুজনকে একসঙ্গে কাজ করে দেখা গেছে। ‘সেই যে হলুদ পাখি’ সিরিজেও মানসী অভিনয় করেছেন। পরিচালক রাজা চন্দর সঙ্গে অবশ্য মানসীর এটাই প্রথম কাজ।
রহস্যজনক খুনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘কাটাকুটি’-এর চিত্রনাট্য। গল্প ও চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। গল্পে মানসীর চরিত্রের নাম কৌশানি। এই গল্পে সে প্রথমে শ্লীলতাহানির শিকার হয়, এরপর তাকে খুন করা হয়। সেই খুনের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে কৌশানির প্রেমিক। এখানে কৌশানির প্রেমিকের ভূমিকায় থাকছেন সৌরভ দাস৷
মিডিয়াকে মানসী জানিয়েছেন- “পরিচালক রাজা চন্দ সঙ্গে এটা আমার প্রথম কাজ। তারওপর ওয়েবে এই প্রথমবার হিরোইনের ভূমিকায় অভিনয় করতে চলেছি। ফলে আমি সুপার এক্সাইটেড। আমি চেষ্টা করব নিজের বেস্ট টা দেওয়ার।”
টেলি দর্শকরা ইতিমধ্যেই ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকে ভিলেনের ভূমিকায় মানসীকে অভিনয় করতে দেখেছেন। পায়েল সেন নামে ওই খলনায়িকার চরিত্রটি দর্শকদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। এবার পরীক্ষা ওয়েবে নায়িকার ভূমিকায় মানসী কতটা সফল হন সেটাই দেখার।