Honey Singh
Share it

এবার নারী নির্যাতনের অভিযুক্ত বলিউড সিঙ্গার ও অভিনেতা হনি সিং। তাঁর বিরুদ্ধে গার্হস্থ নির্যাতনের মামলা দায়ের করেছেন তাঁর স্ত্রী। দিল্লির তিস হাজারি আদালত হনি সিং-এর বিরুদ্ধে নোটিস জারি করেছে এবং এবিষয়ে তাঁর কাছে জবাবদিহি চাওয়া হয়েছে।


হানি সিং –এর বিরুদ্ধে যৌন হেনস্হা, মানসিক নির্যাতনও আর্থিক ভাবে নিগ্রহেরও অভিযোগ দাখিল করেছেন শালিনি তলওয়ার। বিচারক তানিয়া সিং-এর এজলাসে দাখিল হয়েছে এই হাই প্রোফাইল মামলা।

হানি সিং-এর বউ শালিনির হয়ে মামলা লড়ছেন আইনজীবী জিজি কাশ্যপ ও অপূর্ব পাণ্ডে। ২৮ অগাস্টের মধ্যে হানি সিং-এর তরফে জবাবদিহি চেয়ে নোটিস জারি করেছে তিস হাজারি আদালত।

বলিউডে হানি সিং-এর প্রথম সুপার হিট গান ককটেল ছবিতে Angrezi Beat। ২০১১ সালে চার্টবাস্টারে একনম্বরে ছিল এই গান। এছাড়াও ব্লু আইজ, হাই হিল এরকম একাধিক চার্টবাস্টার হিট দিয়েছেন হানি। এছাড়াও ‘লুঙ্গি ডান্স’ তাঁর কেরিয়ারের অন্যতম হিট।

Share it