বুধবার হুগলির খানাকুলের প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব একথা জানিয়েছেন। এলাকা পরিদর্শনের পাশাপাশি, দুর্গতদের সঙ্গেও কথা বলবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে জেলা প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গেছে। যে মাঠে মুখ্যমন্ত্রী নামবেন, সেখানে হেলিপ্যাড তৈরির কাজ শুরু হয়ে গেছে। জেলা তৃণমূল সভাপতি সোমবার সকাল থেকেই খানাকুলে রয়েছেন। দুর্গতদের উদ্ধারকাজে ও দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সর্বদা নজর রেখে চলেছেন দিলীপ যাদব।
সোমবার নবান্নে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই উদ্বেগ প্রকাশ করে তিনি ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। অতিবৃষ্টির জেরে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
শুধু ক্ষতিপূরণই নয়, রাজ্যের মন্ত্রীদের দুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী দুর্গতদের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। সোমবারই ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে যান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। আগামী কয়েক দিন প্লাবিত জেলাগুলি পরিদর্শন করবেন সেচমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। মঙ্গলবার হাওড়া জেলার উদয়নারায়নপুর এবং আমতায় যান তিনি। বুধবার তিনিও যাবেন হুগলি জেলার খানাকুলে।