Covid19 Vaccination
Share it

উল্লেখযোগ্য হারে করোনা সংক্রমণের সংখ্যা হ্রাস পেল গোটা দেশে। গত বেশ কয়েকদিন ধরে ৪০ হাজারের উপরে সংক্রমণের সংখ্যা ঘোরাফেরা করলেও মঙ্গলবার তা একধাক্কায় নেমে আসে ৩০ হাজারের ঘরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৫৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭।


এদিন আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৮৮৭জন। চারদিন পর দৈনিক মৃত্যুর সংখ্যাও নেমে এসেছে ৫০০-এর নীচে। সরকারি তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৪২২। এনিয়ে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সর্বমোট ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ায় দেশে একধাক্কায় ৮ হাজারেরও বেশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮ জন। ছ’দিন পর দেশের দৈনিক সংক্রমণের হারও নেমেছে ২ শতাংশের নীচে। এর একমাত্র কারণ কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়া। গত কয়েকদিন ধরে ২০ হাজারের বেশি থাকলেও গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা নেমে এসেছে ১৪ হাজারের নীচে।

Share it