বড় সাফল্য আফগান সেনার। গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে ৭৭ জন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। আহত অন্তত ২২। সংবাদ সংস্থা ANI এ খবর জানিয়েছে। হেলমন্দে এই সংঘর্ষে তালিবানের তরফে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আফগানিস্তানের ডেপুটি ডিফেন্স মিনিস্টার ও সেনা মুখপাত্র ফাওয়াদ আমান এ কথা জানিয়েছেন।
ফাওয়াদ আমান জানিয়েছেন যে তালিবান জঙ্গিদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছে। আকাশপথে ও মাটিতে দুভাবেই আফগান সেনা অভিযান চালিয়েছে জানানোর পাশাপাশি এই অভিযান আরও চলবে বলে জানিয়েছেন ফাওয়াদ আমান।