ক্যাশলেস ট্র্যানজেকশনকে মোদী জমানায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবার সেই পথে হেঁটেই সোমবার ই রুপি ব্যবস্থা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Share it

ক্যাশলেস ট্র্যানজেকশনকে মোদী জমানায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবার সেই পথে হেঁটেই সোমবার ই রুপি ব্যবস্থা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এই পরিষেবার মাধ্যমে ক্যাশলেস এবং কন্টাক্টলেস পেমেন্ট আরও সহজেই হবে বলে জানান প্রধানমন্ত্রী জানিয়েছেন। অদূর ভবিষ্যতে QR কোড এবং SMS–এর মাধ্যমে হবে আর্থিক লেনদেন। মোদী আরও জানিয়েছেন, “‌ই–রুপির মাধ্যমে সরকার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ আরও এক ধাপ বৃদ্ধি পাবে। এই পরিষেবায় সুরক্ষিতভাবে থাকবে লেনদেন।”‌


e-Rupi আসলে এক ধরনের ই ভাউচার। আমরা যেমন গিফট ভাউচার কিনি, কিছুটা সে রকমই। তবে এ ক্ষেত্রে ভাউচারটি QR কোড অথবা SMS-এর মাধ্যমে গ্রাহকের মোবাইলে পৌঁছে দেওয়া হবে। আগামীদিনে e-Rupi বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ব্যবস্থাটি প্রিপেড হওয়ায় ভাউচারের অর্থ আটকে থাকার সমস্যা নেই বলে মনে করা হচ্ছে। ডিজিটাল ভাউচারগুলি বেসরকারি খাতেও ব্যবহার করা যাবে।

Share it