tokyo-olympics-2020-lovlina-borgohain-lost-in-semifinal-won-bronze-for-india
Share it

টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে হেরে গেলেন লভলিনা বড়গোহাঁই। তবে সোনার স্বপ্ন শেষ হলেও দেশকে ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন তিনি। এ বারের অলিম্পিক্সে তিন নম্বর পদক ভারতের।


বুধবার ০-৫ ব্যবধানে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে হেরে গেলেন লভলিনা। মীরাবাই চানু, পিভি সিন্ধুর পর আরও এক মেয়ের হাত ধরেই পদক এল ভারতে। দেশের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক্সে পদক পেলেন লভলিনা।


লভলিনার কৃতিত্বে খুশি গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের তাবড় তাবড় ক্রীড়া ব্যক্তিত্বরা অভিনন্দন জানিয়েছেন লভলিনাকে। অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও।

Share it