প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar)। বয়স হয়েছিল ৯৮ বছর। বয়সজনিত সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। বুধবার সকালে মুম্বইয়ের PD Hinduja Hospital -এ মৃ্ত্যু হয় তাঁর।
দিলীপ কুমার রেখে গেলেন স্ত্রী তথা প্রবীণ অভিনেত্রী সায়রা বানুকে (Saira Banu)। কিংবদন্তী এই অভিনেতার মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও তাঁর ভক্তমহলে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বহু বিশিষ্টরা।
PM Modi condoles the passing away of veteran actor Dilip Kumar, says, "He will be remembered as a cinematic legend."
He was blessed with unparalleled brilliance, due to which audiences across generations were enthralled. His passing away is a loss to our cultural world, says PM pic.twitter.com/lJu0zmXETW
— ANI (@ANI) July 7, 2021
ANI সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল দিলীপ কুমারকে। তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন পালমোনোলজিস্ট ডক্টর জলিল পারেখ। এদিন সকালে তিনিই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তারপর দিলীপ কুমারের মুখপাত্র ফইজ়ল ফারুখ প্রয়াত অভিনেতার টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে খবরটি প্রকাশ করেন।
With a heavy heart and profound grief, I announce the passing away of our beloved Dilip Saab, few minutes ago.
We are from God and to Him we return. – Faisal Farooqui
— Dilip Kumar (@TheDilipKumar) July 7, 2021
প্রথমদিকে হিন্দি সিনেমার সুপারস্টারদের মধ্যে অন্যতম দিলীপ কুমার আসলে পরিচিত ‘ট্রাজেডি কিং’ হিসেবে। অভিনয় জগতের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ছয় দশকেরও বেশি সময়।
১৯৪৪ সালে Jwar Bhata ছবিতে ডেবিউ করেন দিলীপ কুমার। এরপর দাপটের সঙ্গে অভিনয় করেন ৬৫টি ছবিতে।
যেসব ছবিতে দিলীপ কুমারকে আইকনিক রোলে দেখা গেছে সেগুলি হল – Devdas (1955), Naya Daur (1957), Mughal-e-Azam (1960), Ganga Jamuna (1961), Kranti (1981), Katrma (1986)। তাঁর শেষ ছবি ছিল Qila। ১৯৯৮ সালে রিলিজ করে সেটি।