Rath Yatra
Share it

হাতে আর মাত্র ৫দিন। আগামী সোমবার ১২ জুলাই জগন্নাথের রথযাত্রা। করোনা আবহে থমকে আছে জলপাইগুড়ি শহরের একমাত্র বড় রথের কাজ। রথ থাকলেও রথের অনুষ্ঠান এবারও হবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছে শ্রী শ্রী গৌরীয় মঠ কর্তৃপক্ষ।

এবিষয়ে বৃহস্পতিবার ৮ জুলাই পুলিশের একটি আলোচনা সভা রয়েছে রথ নিয়ে। সেই আলোচনা সভায় কী সিদ্ধান্ত হয়, তার ওপরই নির্ভর করছে এবছর রথ রাস্তায় বের হবে কিনা। অনুমতি পেলেই রথের অনুষ্ঠান ও রথের সাজসজ্জার কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। এ কথা জানিয়েছেন মঠ কর্তৃপক্ষ। তাই এখনও অনিশ্চিতার মধ্যে আছেন জলপাইগুড়ি গৌরীয় মঠের সদস্যরা।

গতবারও করোনার কারণে শহরের রাস্তায় রথ বের করা যায়নি। এবারও সেই একই কারণে বিধিনিষেধ হয়তো জারি থাকতে পারে। সেক্ষেত্রে মঠেই নিয়ম মেনে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হবে। তবে পুরো বিষয়টি আগামীকাল পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই স্পষ্ট হয়ে যাবে।

Share it