Kempty Falls
Share it

উত্তরাখণ্ডের মুসৌরির কেম্পটি জলপ্রপাতে মাস্কহীন পর্যটকদের ভীড়ের ভয় ধরানো ছবি সামনে আসতেই পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। এবার পর্যটকের জমায়েতের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিল উত্তরাখণ্ড প্রশাসন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন থেকে ৫০ জনের বেশি পর্যটক একসঙ্গে ওই স্থানে থাকতে পারবেন না।


নয়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, ৩০ মিনিটের বেশি সময় কোনও পর্যটক ওই স্থানে থাকতে পারবেন না। সেই সময় অতিক্রান্ত হওয়ার আগেই সঙ্কেতবার্তা দিয়ে পর্যটকদের সতর্ক করে দেওয়া হবে। মুসৌরির জেলাশাসক ইভা আশিস শ্রীবাস্তব একথা জানিয়েছেন।

মুসৌরির বিখ্যাত কেম্পটি জলপ্রপাতে মাস্কহীন পর্যটকদের স্নানের ছবি ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে যায় দেশজুড়ে। ছবিতে দেখা গেছে কয়েক হাজার পর্যটক ঝর্ণার জলে নেমে স্নান করছেন, হুল্লোড়ে মেতেছেন। দেশে এখনও করোনার দ্বিতীয় ঢেউ পুরোপুরি কমেনি। তারমধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতে তড়িঘড়ি পদক্ষেপ করে উত্তরাখণ্ড সরকার।

Share it