PAC (পাবলিক অ্যাকাউন্ট কমিটি)-এর চেয়ারম্যান হলেন মুকুল রায়। শুক্রবার বিধানসভার অধ্যজ্ঞ বিমান বন্দ্যোপাধ্যায় PAC-এর চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানিয়েছে কক্ষ ত্যাগ করেন BJP-এর বিধায়করা।
এরপরই সাংবাদিক বৈঠকে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে ক্ষোভ প্রকাশ করে তাঁর অভিযোগ, বিরোধী দল থেকেই PAC-এর চেয়ারম্যান নিযুক্ত করার রীতি। কিন্তু, তৃণমূল সরকার গায়ের জোরে সেই রীতি ভেঙেছে। মুকুল রায়ের নাম BJP-র কোনও বিধায়ক প্রস্তাব করেননি। PAC চেয়ারম্যান হিসেবে একজন গোর্খা জনমুক্তি মোর্চা, এক জন নির্দল সদস্য মুকুল রায়ের নাম প্রস্তাব করেন। মুকুলের নাম প্রস্তাব করেন এগরার তৃণমূল বিধায়কও।