Directed by Madhur Bhandarkar, India Lockdown set to premiere on ZEE5 on 2nd December
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মধুর ভান্ডারকর পরিচালিত ‘ইন্ডিয়া লকডাউন’-এর প্রিমিয়ার হবে ২ ডিসেম্বর দেশের অন্যতম বৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ZEE5-এ। কোভিড মহামারী এবং দেশের জনগণের উপর এর প্রভাব কে নিয়েই মধুর এই হিন্দি ফিচার ফিল্মটির ভাবনা। মধুর ভান্ডারকরের এই মুভির স্ক্রিপ্ট লিখেছেন অমিত জোশী এবং আরাধনা সাহের।

Directed by Madhur Bhandarkar, India Lockdown set to premiere on ZEE5 on 2nd December
Directed by Madhur Bhandarkar, India Lockdown set to premiere on ZEE5 on 2nd December

ZEE5 এ প্রিমিয়ার হতে চলা মুভিটিতে অভিনয় করেছেন শ্বেতা বসু প্রসাদ, অহনা কুমরা, প্রতীক বব্বর, সাই তামহাঙ্কর, প্রকাশ বালেওয়াড়ি এবং একটি ক্যামিও চরিত্রে হৃষিতা ভাট।

পেন স্টুডিওর ডাঃ জয়ন্তীলাল গাদা, মধুর ভান্ডারকরের ভান্ডারকর এন্টারটেইনমেন্ট এবং প্রণব জৈনের PJ Motions Pictures দ্বারা প্রযোজিত, ইন্ডিয়া লকডাউন ২১ শে নভেম্বর IFFI গোয়াতে গ্লোবাল প্রিমিয়ার হয়েছিল। তাতে মুভিটি অভূতপূর্ব সাড়া পেয়েছিল। ২০২১ সালে ছবির শুটিং করা হয়েছে। ফিল্মটি বৈচিত্র্যময় চরিত্রের চারটি সমান্তরাল গল্প বর্ণনা দেয়। যারা করোনা মহামারীর কারণে লকডাউনের সময় একটি অপ্রত্যাশিত নাটকীয় পরিস্থিতিতে পড়ে।

ট্রেলারে দেখা যায়, শ্বেতা বসু প্রসাদ মেহরুনিসার ভূমিকায় অভিনয় করেছেন। মেহরুনিসা হলেন মুম্বাইয়ের কামাথিপুরার একজন যৌনকর্মী, যিনি লকডাউনের কারণে পেটের দায়ে অনলাইনে তার ব্যবসা করার নতুন উপায় নিয়ে পরীক্ষা করতে বাধ্য হন।

অহনা কুমরা মুন আলভেসের চরিত্রে অভিনয় করেছেন, একজন পাইলট যিনি আকাশে উঁচুতে ওঠার জন্য অভ্যস্ত। কিন্তু হঠাৎ করে কয়েক মাস ধরে একসঙ্গে গ্রাউন্ডে থাকেন। এবং প্রথমবারের মতো বুঝতে পারেন যে পাখির ডানা কাটার যন্ত্রণাটা কতটা গভীর।

মাধব চরিত্রে প্রতীক বব্বর এবং ফুলমতির চরিত্রে সাই তামহাঙ্কর হলেন অভিবাসী শ্রমিক যারা মহামারীতে তাদের রুটিরুজি হারিয়ে ফেলেন। ট্রেন এবং স্থানীয় পরিবহন বন্ধ থাকায় অনাহারের জ্বালা সইতে না পেরে বাড়িতে ফিরে যেতে হয়। অবশেষে, নাগেশ্বরের চরিত্রে প্রকাশ বেলাওয়াদি, একজন বয়স্ক ব্যক্তি যিনি তার জীবনের একটি সংকটময় সময়ে ভিন্ন শহরে আটকে আছেন। ভীত এবং অসহায়, তারা সবাই কি লকডাউনের অনিশ্চয়তা থেকে বাঁচবে? এই নিয়ে আবর্তিত হচ্ছে গল্প।

Share it