খড়গপুরে বি এন আর গ্রাউন্ডে গ্র্যান্ড ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করা হচ্ছে
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: খড়গপুর শহরে অনুষ্ঠিত হল গ্র্যান্ড ক্রিসমাস কার্নিভাল। ২৩ ডিসেম্বর কার্নিভালের শুভ উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী অভিনেত্রী পাওলি দাম, সোহিনী সরকার, এনা সাহা, দেবলীনা দত্ত, শুভ্রজিত মিত্র, মীর, সুমনা কাঞ্জিলাল, সায়ন্তনী গুহঠাকুরতা প্রমুখ।

খড়্গপুরের বি এন আর গ্রাউন্ডে Eclectic সংস্থার উদ্যোগে আয়োজিত এই কার্নিভালের বিশেষ আকর্ষণ ছিল Disli Presents Diva of The Year Beauty Pageant Ramp Walk। Ramp শো ছাড়াও এই কার্নিভালে ছিল বিভিন্ন ধরনের ফুড স্টল, জামা-কাপড়ের টল, হস্তশিল্প প্রদর্শনী, আর্ট এগজ়িবিশন, অঙ্কন প্রতিযোগিতা, কিডস জ়োন, রিলস জ়োন ও আরও অনেক কিছু। জানিয়েছেন ফেস্টিভ্যালের প্রধান উদ্যোক্তা আবির বন্দ্যোপাধ্যায়।

অভিনেত্রী পাওলি দাম বলেন, “এমন সুন্দর একটি অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে।” অভিনেত্রী সোহিনী সরকারও এই অনুষ্ঠানে হাজির থাকতে পেরে তাঁর ভালো লাগার কথা জানিয়েছেন। কার্নিভালের আরও এক চমকে ছিল মির ও তাঁর ব্যান্ডের অসাধারণ পারফরমেন্স। এই গ্র্যান্ড ক্রিসমাস কার্নিভালটি ২৫শে ডিসেম্বর শেষ হয়।

Share it