নতুন ছবির প্রচারে ইডেনে তাপসী পান্নু, মিতালি রাজ ও সৃজিত মুখোপাধ্যায়
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: নতুন ছবির প্রচারে ঝটিকা সফরে কলকাতায় বলিউড অভিনেত্রী তাপসী পান্নু, মিতালি রাজ। ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে শনিবার বিকেলে হাজির ছিলেন তাঁরা। সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

ইডেনে সৃজিত মুখোপাধ্যায়, মিতালি রাজ ও তাপসী পান্নু
ইডেনে সৃজিত মুখোপাধ্যায়, মিতালি রাজ ও তাপসী পান্নু

প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়ক মিতালি রাজের জীবনীচিত্র নিয়ে ছবি ‘শাবাশ মিতু’ তৈরি করেছেন তিনি। সেই ছবির পুরোটা জুড়ে ব্যাট, বল, সবুজ মাঠ থাকবে এটাই তো স্বাভাবিক। আর তার প্রচারের জন্য ইডেনের চেয়ে ভালো জায়গা আর কী-ই বা হতে পারে! প্রথাগত প্রেস কনফারেন্সের পরে ঘন সবুজ ঘাসের গালিচার মতো মাঠে ফোটোশ্যুটে পোজ দিলেন ত্রয়ী।

কমলা ট্রাউজার, সাদা জামায় মিতালি রাজ। পাশে হালকা নীল রঙের ট্র্যাকপ্যান্ট আর স্যুটে তাপসী পান্নু। অন্যদিকে দুধ সাদা শার্ট এবং নীল ডেনিমে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ক্লাব হাউজ গ্যালারির নীচে ফোটোগ্রাফারের একের পর এক পোজ দিলেন। মাঠের মিডিয়া বক্সে তখন উপচে পড়া ভীড়।

শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাস্তবের মিতু জানালেন, “তাপসী অভিনয় করে নেবে জানতাম। কিন্তু ক্রিকেটটা আদৌ খেলতে পারবে কি না, মনে মনে বেশ ধন্দ ছিল। কিন্তু, ছবিটা দেখে মনে আর কোনও প্রশ্ন নেই।”

পাশাপাশি পর্দার মিতু জানালেন, ম্যাচ গড়াপেটা ঘিরে বিতর্কের পরে রাগ করে ক্রিকেট ম্যাচ দেখাই ছেড়ে দিয়েছিলেন। তবে মাঠ, ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েই গিয়েছিল। তাই বেশি দিন দূরে থাকতে পারেননি। তারই ফসল আজকের ‘শাবাশ মিতু’।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অবশ্য অভিনেত্রী তাপসীকে দরাজ হস্তে ফুল মার্কস দিয়েছেন। তিনি জানান, এই ছবির জন্য প্রচন্ড পরিশ্রম করেছেন তাপসী। আমাকে বলেছিলেন, “যত ক্ষণ না আপনি পারফেক্ট শট পাচ্ছেন, বলবেন। আমি শট দিতে থাকব।”

১৫ তারিখ দেশজুড়ে বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘শাবাশ মিতু’। মহিলা দলের প্রাক্তন অধিনায়কের চরিত্র কতটা নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি, ওইদিনই রায় দেবে দর্শকরা।

Share it