নিউজ ওয়েভ ইন্ডিয়া: বাংলার অন্যতম ঐতিহ্যমণ্ডিত চলচ্চিত্র পুরস্কার হিসেবে গণ্য করা হয় বিএফজেএ অ্যাওয়ার্ডকে। সিনেমার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবারও এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে। ২০২২ সালে মুক্তি প্রাপ্ত ১১১টি সিনেমার মধ্যে থেকে মোট ১৯টি বিভাগের জন্য বেছে নেওয়া হবে সেরা চলচ্চিত্র ব্যক্তিত্বকে। মঙ্গলবার কলকাতার রোটারি সদনে সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে ঘোষণা করা হল নোমিনেশন প্রাপ্ত সিনেমাগুলি ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের নাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি, পরিচালক অনীক দত্ত, বিরষা দাশগুপ্ত,প্রসূন চট্টোপাধ্যায় ও অভিনেত্রী পাওলি দাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে সম্পাদক নির্মল ধর জানালেন ৮ জানুয়ারি এজেসি বোস রোডের পরিত্যক্ত জেম সিনেমা হলে ২০২২ সালের বিএফজেএ পুরস্কার সেরা চলচ্চিত্র ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হবে।
এবার সত্যজিৎ রায় নামাঙ্কিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বিশিষ্ট অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়ের হাতে।