Sourav Ganguly & Usha Uthup
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: তিলোত্তমা কলকাতা, আবার দেখল দাদা ও দিদির যুগলবন্দী। দাদা অর্থাৎ আমাদের সবার প্রিয় প্রিন্স অফ কলকাতা সৌরভ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় গায়িকা দিদি উষা উত্থুপ।

আশা অডিও থেকে মুক্তি পেয়েছে সেই মিউজিক ভিডিও। মঙ্গলবার দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে একটি জমকালো অনুষ্ঠানে মহারাজ অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর উপস্থিতিতে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়।সম্পূর্ণ ইংরেজি ভাষায় তৈরি এই গানটি লিখেছেন বেঙ্গল পিয়ারলেস সিইও কেতন সেনগুপ্ত। সুর দিয়েছেন শিলাদিত্য সোম। এছাড়াও উষা উত্থুপের গাওয়া আরো একটি ইংরেজি গান আফ্রিকা আফ্রিকা প্রকাশিত হয়েছে এই অনুষ্ঠানে। এই গানটিরও গীতিকার বেঙ্গল পিয়ারলেসের সিইও কেতন সেনগুপ্ত। সুরকার শিলাদিত্য সোম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা দলের প্রাক্তন অধিনায়ক সম্মেলন বন্দ্যোপাধ্যায়ও। অনুষ্ঠানে আফ্রিকা আফ্রিকা একটি ইংরেজী ক্যালেন্ডার ও প্রকাশ করা হয় বেঙ্গল পিয়ারলেসের তরফে।

Share it