নিউজ ওয়েভ ইন্ডিয়া: ২৪ জুন মুক্তি পাচ্ছে সৃজিৎ মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি ছবি ‘শেরদিল’। তার আগে ছবির প্রচারে শহরে এলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ছিলেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ও। মধ্য কলকাতার একটি হোটেলে সাংবাদিক বৈঠকও করেন তাঁরা। এরপর ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে চলে ফুচকা ভোজ। প্রকাশ্যে সৃজিৎ মুখোপাধ্যায় ও পঙ্কজ ত্রিপাঠীকে দেখে ভীড় জমে যায় আশেপাশে। সেলফি নেওয়ার জন্যও হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘Sherdil-The Pilibhit Saga’ ট্রেলার। মুক্তি পেয়েছে প্রয়াত কিংবদন্তি শিল্পী KK-এর শেষ গান ধুপ পানি বেহনে দে’ (Dhoop Paani Bahne De)। গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে গানটি রেকর্ড করেছিলেন KK। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন পঙ্কজ ত্রিপাঠি। এছাড়াও অভিনয় করেছেন নীরজ কবি এবং সায়নী গুপ্তা। সত্য ঘটনার ওপর অবলম্বন করে এই ছবিটি তৈরি হয়েছে।

‘শেরদিল’-এর ট্রেলারে গঙ্গারামের চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী অনবদ্য অভিনয় দেখার অপেক্ষায় দর্শক। এছাড়াও প্রত্যেকের অভিনয়ই রীতিমতো নজর কেড়েছে। ২ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারে কমেডি, আবেগ তো রয়েইছে, পাশাপাশি এক সাধারণ মানুষের সাহসিকতার গল্প মুগ্ধ করবে দর্শকদের।
প্রসঙ্গত, সৃজিতের এই ‘শেরদিল’ ছবিতে গান গেয়েছিলেন সদ্য প্রয়াত গায়ক কেকে। ‘শেরদিল’ ছবির একটি গান লিখেছেন কিংবদন্তী গীতিকার গুলজার। ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ নিবেদন করছে গুলশান কুমার, টি-সিরিজ ফিল্ম এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, ভূষণ কুমার। প্রযোজনায় রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং ম্যাচ কাট প্রোডাকশন প্রাইভেট লিমিটেড।