সাইকো থ্রিলার 'কলিং বেল'-এ অভিনেতা জয় সেনগুপ্ত ও তৃষা দাস
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: OTT প্ল্যাটফর্মে আরও একটি নতুন সাইকো থ্রিলার দেখতে পাবেন দর্শকরা। স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কলিং বেল’-এর পরিচালক অরূপ সেনগুপ্ত। প্রযোজক তৃষা দাসের ET এন্টারটেইমেন্ট। এই ছবিতে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, তৃষা দাস প্রমুখ। ছবিটির কাহিনি রণজিৎ দাসের।

বাড়িতে কলিং বেল বাজলেই হয় সবসময় সুখবর আসে না। কখনও সখনও তা বিপদও ডেকে আনে। কিন্তু, কতটা ভয়ঙ্কর বা আতঙ্কের হতে পারে সেই বিপদ! এই নিয়েই কলিং বেলের গল্প তৈরি হয়েছে। সম্প্রতি এই ছবির পোস্টার এবং টিজার প্রকাশ হয়ে গেলো। ১৫ মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি দর্শকদের মন জয় করবেই আশাবাদী পরিচালক।

সেইসঙ্গে জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ও ইস্টবেঙ্গল অধিনায়ক দীপঙ্কর রায়কে নিয়েও একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি কথা ঘোষণা করেছেন প্রযোজক তৃষা দাস। প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক এবং জাতীয় দলের ফুটবলার দীপঙ্কর রায়ের এই বায়োপিকের নাম ‘ড্রিবল’। এই ছবিরও পরিচালক অরূপ সেনগুপ্ত।

Share it