ATK MB
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: চুক্তি নিয়ে বিস্তর জল ঘোলা রেখেই ISL-এর জন্য যখন শেষ মুহূর্তে দল গঠন প্রক্রিয়া চালাচ্ছে SC East Bengal ঠিক সেই সময় বিতর্কের ঝড় উঠল প্রতিবেশী ক্লাব ATK মোহনবাগানে। এটিকে মোহনবাগানের ডিরেক্টর উৎসব পারেখ একটি চ্যানেলকে দেওয়া ইন্টারভিউয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন। সেই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে সদস্য ও সমর্থকদের মধ্যে। কটাক্ষের বাণ ছুড়তে শুরু করেছে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরাও।

পরিস্তিতি এমন দাঁড়িয়েছে বৃহস্পতিবার উৎসব পারেখের ওই বিতর্কিত মন্তব্য নিয়ে প্রশাসনিক স্তরে বা ক্লাবের প্রশাসনিক স্তরে আলোচনা করা হবে বলেও বিবৃত দিয়ে জানিয়েছে মোহনবাগান কর্তা সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত। উৎসব পারেখ বৃহস্পতিবার ওই ইন্টারভিউতে বলেন এটিকে না থাকলে মোহনবাগান নিজের জোরে এএফসি কাপ খেলতে পারত না। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

রাতের দিকে মোহনবাগানের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় মিস্টার পারেখের এই মন্তব্য দলের সদস্য ও সমর্থকদের আবেগে আঘাত করেছে। তারা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন এবং অন্যান্যদের মতামতও চাওয়া হবে। এদিকে সোশ্যাল মিডিয়ায় দলের সমর্থকরা ফের আওয়াজ তুলেছেন মোহনবাগান থেকে এটিকে আলাদা করা হোক।

Share it