নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিপক্ষ আয়ারল্যান্ডের ফুটবলারকে সপাটে চড় মারলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। CR7-এর এমন কাণ্ডে হতবাক গোটা ফুটবল বিশ্ব। বুধবার World Cup কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল পতুর্গাল ও আয়ারল্যান্ড। ওই ম্যাচে পেনাল্টি পায় পর্তুগাল। প্যানাল্টি নিতে যান রোনাল্ডো। স্পটে বল সাজাতে যাচ্ছিলেন তিনি। সেই সময় আয়ারল্যান্ডের ফুটবলার দারা ও’শী পা দিয়ে বলটিকে টোকা মেরে দূরে ঠেলে দেন। এতেই ক্ষেপে যান CR7। সপাটে চড় কষিয়ে দেন দারার গালে। এই ঘটনায় তুমুল ঝামেলা শুরু হয়ে যায় দুদলের মধ্যে।
How about the slap? pic.twitter.com/vWs8kMthyA
— 🆃🆁🅾🆈🔆👨💻 (@Troyboateng) September 1, 2021
ম্যাচের পরে অবশ্য রোনাল্ডোকে হলুদ কার্ড দেখান রেফারি। তবে সেটা চড়-কাণ্ডের জন্য নয়। জার্সি খুলে খালি গায়ে জয় সেলিব্রেশনের জন্য তাঁকে শাস্তি দেওয়া হয়। রোনাল্ডোর এই চড়-কাণ্ডের ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।