নিউজ ওয়েভ ইন্ডিয়া: বুধবার দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে নামছে ভারতের অনূর্ধ্ব ২৩ দল। আগের ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা ওমানকে ২-১ গোলে হারায় ইগর স্টিমাচের ছেলেরা। ফলে এই ম্যাচেও ভালো ফল করতে মরিয়া বিক্রম, রহিমরা।
🚨 MATCHDAY 🚨
The India U-23 Team 🇮🇳 takes on hosts UAE 🇦🇪 in their second match in the AFC U-23 Asian Cup Qualifiers today 🙌
⏳ 10 PM IST 🕙
📍 Fujairah Stadium 🏟️
📺 #IndianFootball ⚽ Facebook Page#INDUAE ⚔️ #AFCU23 🏆 #BackTheBlue 💙 pic.twitter.com/yvNIEw9oMp— Indian Football Team (@IndianFootball) October 27, 2021
বুধবারের ম্যাচটা জিততে পারলে পরবর্তী ধাপের দিকে অনেকটা এগিয়ে যাবে ইগর স্টিমাচের দল। তবে কাজটা কঠিন। একে তো আমিরশাহি ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। যদিও তারা প্রথম ম্যাচে কিছুটা অপ্রত্যাশিত ভাবে কিরঘিজস্তানের কাছে হেরে গিয়েছে।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থদের সতর্ক করছেন ভারতীয় গোলরক্ষক ধীরাজ সিং। তাঁর সাফ কথা, “প্রথম ম্যাচে দারুণ খেলেছি বলে আত্মতুষ্ট হলে চলবে না। আমিরাশাহীর বিরুদ্ধে নতুন ম্যাচ। কঠিন প্রতিপক্ষ। তাই আমাদের সতর্ক থাকতে হবে।”