নিউজ ওয়েভ ইন্ডিয়া: বাতিল হয়ে গেল ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট। সিরিজের শেষ ম্যাচ হবে কি না সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল বৃহস্পতিবার থেকেই। ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও শুক্রবার টেস্ট শুরু না হওয়া নিয়ে জল্পনা বাড়ে। শেষ পর্যন্ত সেই টেস্ট বাতিল হয়ে গেল। ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
BREAKING: The fifth #ENGvIND Test in Manchester has been cancelled pic.twitter.com/xQJKmJGfQa
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 10, 2021
বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমারের। তাঁর সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি এবং ইশান্ত শর্মা। যদিও রাতে ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। বাতিল হয়ে যায় বিকেল প্র্যাকটিসও। রাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে ম্যাচ বাতিল করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, শেষ পর্যন্ত টেস্ট খেলতে তৈরি ছিলেন বিরাটরা।
৫ সেপ্টেম্বর হেড কোচ রবি শাস্ত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়। শাস্ত্রীর সংস্পর্শে আসা ভরত অরুণ, আর শ্রীধর, নিতিন পটেলও করোনা আক্রান্ত হন। তাঁদেরকে লন্ডনে নিভৃতবাসে রেখে ম্যাঞ্চেস্টারে আসেন কোহলিরা। তবুও শেষরক্ষা হল না। বাতিল হয়ে গেল শেষ টেস্ট ম্যাচ।