Mamata Nomination
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: গণেশ চতুর্থীর শুভ দিনে ভবানীপুরে উপ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়ে শুভেন্দু অধিকারীর কাছে দু হাজারেরও কম ভোটে হেরেছিলেন তিনি। তাই ফের উপ নির্বাচনে ভবানীপুর থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার দুপুর ২টোয় আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অন্য নেতারা।


২০১১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচনে লড়ে জেতেন মমতা। সেই প্রথম বিধানসভা ভোটে দাঁড়ান তিনি। তারপর থেকে ভবানীপুরেই ভোটে লড়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু ২০২১-এ ভবানীপুর ছেড়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে।


ভবানীপুরকে ৮টি ওয়ার্ডে ভাগ করে সুব্রত বক্সী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের হেভিওয়েট নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ দিকে ভবানীপুর কেন্দ্রে বামেদের হয়ে লড়ছেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস। শুক্রবার প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপিও। মমতার বিরুদ্ধে পদ্মফুল শিবিরের প্রার্থী হয়েছেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

Share it