নিউজ ওয়েভ ইন্ডিয়া: ব্যারাকপুরে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল ষষ্ঠ পশ্চিমবঙ্গ উন্মুক্ত ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। রবিবার 9 জানুয়ারি নোনা চন্দনপুকুর দুর্গা বাড়িতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজক ব্যারাকপুরের স্বনামধন্য ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র ক্যারাটে অ্যান্ড যোগা অ্যাকাডেমি অফ মার্শাল আর্ট। সহযোগিতায় ছিল NIHON SHOTOKAN KARATE OF WEST BENGAL। প্রতিযোগিতার আসর বসেছিল সমস্ত কোভিডবিধি মেনেই।
করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ পৃথিবীর সমস্ত মানবজাতিকে ভীত, সন্ত্রস্ত করে তুলেছে। তা সত্ত্বেও এই অনুষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে আবেগ ও উদ্দীপনা কোনও অংশে খামতি ছিল না। করোনা আবহে অল্প সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে স্থানীয় মানুষ ও অভিভাবকদের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি ব্যারাকপুর অঞ্চলে অন্যমাত্রা এনে দিয়েছিল। এর জন্য সমস্ত কৃতিত্বের দাবিদার চিফ অর্গানাইজার শান্তনু ভাদুড়ি। এই অনুষ্ঠানের সাফল্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির উপ পুরপ্রধান শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত বাগচী, সমাজসেবী তারক দাস। অতিথি হিসেবে উপস্থিত থেকে এনারা সকলেই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তুলেছেন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া ও কলকাতা জেলার ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। জেলার সমস্ত বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকারা নিরলস পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটিকে উচ্চ মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য।
প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন, তাদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেওয়া হয়। তাদের আরও বড় মঞ্চে পৌঁছনোর জন্য উৎসাহ প্রদান করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। আগামীদিনে এরকম অনুষ্ঠানের আয়োজন আরও বেশি করে হবে বলে আশা প্রকাশ করেন ক্যারাটে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকারা। করোনাকালে বন্দিদশা ঘুচিয়ে জীবনে খেলাধুলার জগতই পারে একমাত্র আশার আলো দেখাতে। এই বিশ্বাস নিয়েই সমাপ্তি হয় প্রতিযোগিতার।
