নিউজ ওয়েভ ইন্ডিয়া: শুক্রবারের সাতসকালে সাদাকালো ব্রিগেডের সমর্থকদের জন্য সুখবর। কলকাতায় এসে গেলেন পঞ্চম বিদেশি ফুটবলার ইসমার তানদির। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের টেকনিক্যাল ফুটবল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস। মহামেডানের ঐতিহ্যপূর্ণ জার্সি তুলে দেন তাঁর হাতে।
26 বছরের এই বসনিয়ান এবং হার্জেগোভিনার স্ট্রাইকার দলে আসায় দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হলো নিঃসন্দেহে। ইসমার মহমেডানের পঞ্চম বিদেশি খেলোয়াড়। আই লিগের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 6 জন বিদেশি ফুটবলার শিবিরে রাখতে পারবে যে কোন ক্লাব। কিন্তু একসঙ্গে চার জনের বেশি কোন ফুটবলার কেই চালানো যাবে না।
40 বছর পর কলকাতা ফুটবল লিগ জয় করে এবার আই লিগ অভিযান শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু, তাদের প্রথম ম্যাচ খেলার পর এই শিবিরের বেশ কয়েক জন ফুটবলারের করোনা পজিটিভ ধরা পড়ে। এছাড়াও লিগের বেশ কয়েকটি দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের করোনা পজিটিভ ধরা পড়ায় আপাতত ছয় সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে আই লিগ। আই লিগ শুরু হলে ইসমার মহমেডানের সেরা বাজি হতে চলেছে তা চোখ বুজে বলে রাখা যায়।