নিউজ ওয়েভ ইন্ডিয়া: মহম্মদ শামিকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ড ম্যাচের আগে সাংবাদি বৈঠকে এসে পরিষ্কার জানিয়ে দিলেন, “ধর্ম নিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ একধরনের কুরুচিকর ও মেরুদণ্ডহীন মানুষের কাজ। এই ধরনের কাজকে কোনওভাবেই বরদাস্ত করা যায় না।”
পাকিস্তান ম্যাচে হারের পরেই Social Media-এ মহম্মদ শামিকে ধর্ম নিয়ে আক্রমণ করে একদল নেটিজেন। তারই প্রেক্ষিতে শনিবার সাংবাদিক বৈঠকে শামির পাশে দাঁড়িয়ে সমালোচকদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরাট কোহলি।
'Pathetic to attack #Shami on religion, back him 200 percent' #India skipper #ViratKohli addresses the media ahead of the #NewZealand game
What else did he say?
Watch the full press conference here#T20WorldCup #CricketTwitter pic.twitter.com/NIXXETQX3l
— Cricbuzz (@cricbuzz) October 30, 2021
কোহলি বলেন, “আমাদের মাঠে নেমে ক্রিকেট খেলতে হয়। এক দল মেরুদণ্ডহীন মানুষ কী বলল তাতে আমাদের কিছু যায় আসে না। সামনে এসে কোনও কিছু বলার সাহস নেই ওদের। এটা অত্যন্ত অমানবিক, কুরুচিকর কাজ। মানুষের সবচেয়ে ঘৃণ্য কাজ হল, ধর্ম নিয়ে কাউকে আক্রমণ করা।”
কোহলি আরও বলেন, “কোনও দিন ভাবতেই পারি না ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখব। ধর্ম একটা অত্যন্ত পবিত্র বিষয়। এরজন্য আমাদের ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব কখনই নষ্ট হতে দেওয়া উচিত নয়। আমরা কখনও এ জিনিস বরদাস্ত করব না। যাঁরা আমাদের পাশে আছেন, তাঁদের সকলকে কুর্নিশ জানাই।”