নিউজ ওয়েভ ইন্ডিয়া: ইস্টবেঙ্গল কোয়ারেন্টাইনের পঞ্চম দিনে পড়ল। হোটেলের রুমেই প্রত্যেক ফুটবলার নিজেদের রুটিন অনুযায়ী শারীরিক কসরত চালাচ্ছেন। তবে ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত তাঁরা কীভাবে সারাদিন কাটান, তা নিয়েই একটি দারুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে দলের তরফে। শনিবার Tomislav Mrcela কে নিয়ে একটি ভিডিও দিয়েছে SC East Bengal।
দেখুন সেই Video।
When our 𝙧𝙤𝙘𝙠 𝙖𝙩 𝙩𝙝𝙚 𝙗𝙖𝙘𝙠 decided to take you through a day in 𝐪𝐮𝐚𝐫𝐚𝐧𝐭𝐢𝐧𝐞. 😎#JoySCEastBengal #WeAreSCEB🔴🟡 pic.twitter.com/kP97Ft5ycu
— SC East Bengal (@sc_eastbengal) October 30, 2021