নিউজ ওয়েভ ইন্ডিয়া: হার দিয়ে শুরু ভারতের বিশ্বকাপ অভিযান। বাবর আজমদের কাছে ১০ উইকেটে হেরে গেল বিরাট কোহলির দল। বিশ্বকাপের মঞ্চে ১৩ তম সাক্ষাতে প্রথম বার ভারতকে হারাল পাকিস্তান। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভারতকে টেক্কা দিলেন রিজওয়ানরা। অর্ধশতরান করলেও কিন্তু ম্যাচ জেতানো ইনিংস খেলা হল না কোহলির।
Well played, #Pakistan. 👏
They win #INDvPAK.
ICC #T20WorldCup #LiveTheGame pic.twitter.com/Q0051pSngG
— Star Sports (@StarSportsIndia) October 24, 2021
টসে হেরে প্রথমে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। প্রথম ওভারেই রোহিত শর্মাকে শূন্য রানে ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। চমৎকার ইয়র্কারে প্রথম বলেই LBW হন তিনি। রান পাননি লোকেশ রাহুলও। ৮ বলে ৩ রান করে আফ্রিদির বলে অসহায়ভাবে বোল্ড হন তিনি। বাঁ-হাতি পেসারের সুইংই বুঝতে পারেননি রাহুল। সূর্যকুমার যাদব ভালো শুরু করেও বেশিক্ষণ টেঁকেননি উইকেটে। ফলে শুরু থেকেই রান তোলার গতি শ্লথ হয়ে পড়ে। সেই ধাক্কা গোটা ইনিংসে কাটিয়ে কাটিয়ে উঠতে পারেনি কোহলিরা।
ভারতকে কিছুটা ভরসা দেন বিরাট কোহলি এবং ঋষভ পন্থ জুটি। ৫৩ রানের জুটি গড়েন তাঁরা। পন্থের এক হাতে মারা দুটি ছয় কিছুটা পরিস্থিতি সামাল দেয়। এরপর ৩০ বলে ৩৯ রান করে শাদাবের বলে ছয় মারতে গিয়ে উঁচু ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তরুণ উইকেটরক্ষক।
বোলিংয়েও দাগ কাটতে পারেননি বুমরাহরা। দুই ওপেনারকে টলাতে পারেননি তাঁরা।