IND vs PAK
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে ভারতের T20 বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। উপমহাদেশের বেশির ভাগ ক্রিকেটপ্রেমী মনে করেন, ভারত-পাকিস্তান দ্বৈরথের চেয়ে বড় ম্যাচ আর কিছু হতে পারে না। বিশ্বকাপে এই ম্যাচ দেখার জন্যই অপেক্ষা করে থাকেন দু’দেশের ক্রিকেট সমর্থকেরা।


বিশ্বকাপে ইতিহাসে ভারতকে এখনও হারাতে পারেনি পাকিস্তান। এর আগে বিশ্বকাপে ১২ বার সাক্ষাৎ হয়েছে ভারত পাকিস্তানের। তাতে সবকটা ম্যাচই জিতেছে ভারত। রবিবার যেমন ভারত চাইবে এই ইতিহাসের ধারা বজায় রাখতে, তেমনই পাকিস্তানও চাইবে লজ্জাজনক এই রেকর্ড মুছে জয়ের খাতা খুলতে।

শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে বিরাট কোহলি অবশ্য এই রেকর্ডের কথা মাথায় রাখতে চাইছেন না। বরং তাঁর মুখে শুনতে পাওয়া গেল পাকিস্তান ক্রিকেট দলকে সমীহ করার কথা। তিনি স্পষ্ট বলেন, ‘পাকিস্তান যথেষ্ট শক্তিশালী দল। সেকারণে আমাদের যথেষ্ট ভালো পরিকল্পনাও করে নামতে হবে। মাঠে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে আমাদের।’

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম অতীতের ফলাফল নিয়ে মাথা ঘামাতে একেবারেই নারাজ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘নিজের দলের উপর সম্পূর্ণ আস্থা আছে। নিজেদের দক্ষতা এবং আত্মবিশ্বাসকে আমরা ম্যাচের দিন কাজে লাগাতে চাই। যাতে আমরা আরও ভালো ফলাফল করতে পারি। রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়।’

Share it