East Bengal Club
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এবার থেকে ফুটবল সংক্রান্ত যে কোনও বিষয়ে শুধু লেখা হবে ‘ইস্টবেঙ্গল ক্লাব’। IFA কে চিঠি দিয়ে একথা জানিয়ে দিল লাল-হলুদ কর্তৃপক্ষ। সোমবার কর্মসমিতির বৈঠক বসেছিল ক্লাব তাঁবুতে। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ক্লাবের তরফে মিডিয়াকে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল।

ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ইস্টবেঙ্গল কর্তারা জানিয়েছেন, যে হেতু শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের এখন আর কোনও সম্পর্ক নেই, তাই এখন থেকে ফুটবল সংক্রান্ত যাবতীয় বিষয়ের ক্ষেত্রে যেন ‘ইস্টবেঙ্গল ক্লাব’ বলে উল্লেখ করা হয়।

পাশাপাশি সোমবার কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলারদের পরামর্শ মেনে আগামী মরসুমের জন্য স্পটার হিসেবে আলভিটো ডি কুনহা এবং ষষ্ঠী দুলে কাজ করবেন। ইস্টবেঙ্গলের এই প্রাক্তন দুই ফুটবলার মঙ্গলবার কেরালা রওনা হবেন। সেখানে সন্তোষ ট্রফির ম্য়াচ দেখতে উপস্থিত থাকবেন আলভিটো এবং ষষ্ঠী।

এছাড়াও এবার থেকে ক্লাবের পরিচালনায় বাণিজ্যিক কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। ক্লাব তাঁবুতে সদস্যদের জন্য অত্যাধুনিক রেস্তরাঁও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মসমিতির বৈঠকে।

Share it