Womens Hockey
Share it

এ এক অভূতপূর্ব অনুভূতি। বিশ্বমঞ্চে এভাবে নিজেদের প্রথমবারের জন্য মেলে ধরতে পারবে, সেকথা বোধহয় স্বপ্নেও ভাবেননি রানি রামপালরা। সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার অলিম্পিক্স হকির সেমিফাইনালে ওঠার পর রূপকথা গড়ে ফেলল ভারতীয় মহিলা হকি দল।


একদিন আগেই রবিবার ইতিহাস তৈরি করেছে ভারতীয় পুরুষ হকি দল। ৪৯ বছর পর অলিম্পিক্সের সেমিফাইনালে ওঠে ভারত। এদিন রানিরাও স্বপ্নপূরণের লক্ষ্যে অনেকটা এগিয়ে যায়। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১–০ গোলে হারাল সোয়ার্ড মারিজেনের মহিলা ব্রিগেড। প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরজিৎ কৌর।


তবে এই সাফল্য এলেও টোকিও অলিম্পিক্সের শুরুটা কিন্তু একেবারেই ভালো ছিল না মহিলা হকি দলের। প্রথম তিন ম্যাচে নেদারল্যান্ডস, জার্মানি, গ্রেট ব্রিটেনের কাছে ল্যাজে গোবরে হারের পর অবশ্য ঘুরে দাঁড়ায় দল। আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পর পর দু ম্যাচে আসে জয়। শেষে গ্রেট ব্রিটেনের কাছে আয়ারল্যান্ডের পরাজয় কোয়ার্টার ফাইনালের পথ খুলে দেয় ভারতের। পদক জয়ের থেকে আর মাত্র ২ ম্যাচ দূরে দাঁড়িয়ে এখন নতুন ইতিহাস রচনার দিকে তাকিয়ে রানিরা।

Share it