সোনা জয়ের স্বপ্নপূরণে এবারেও ব্যর্থ ভারতীয় হকি দল। মঙ্গলবার সেমিফাইনালে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হারলেন মনপ্রীত সিংরা। তবে হেরে গেলেও এখনও ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতীয় দলের।
Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts. Wishing the Team the very best for the next match and their future endeavours. India is proud of our players.
— Narendra Modi (@narendramodi) August 3, 2021
শুরুর দিকে সমানে সমানে লড়লেও খেলা যত গড়িয়েছে চাপের মুখে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে ভারত। একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে নিতে থাকে বেলজিয়াম। সেই থেকেই গোল পেতে থাকে বেলজিয়াম। তবে প্রথম কোয়ার্টারে ভারতই এগিয়ে ছিল ২-১ গোলে। ভারত কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন গুরজন্ত, হার্দিকরা।
#TokyoOlympics: Indian men's hockey team loses to Belgium 5-2 in the semi-final, to play for bronze medal pic.twitter.com/isYlLzRDH1
— ANI (@ANI) August 3, 2021
তবে হেরে গেলেও ভারতীয় হকি দলের মানসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি বলেন, “জেতা, হারা জীবনের একটি অঙ্গ। ভারতের ছেলে হকি দল অলিম্পিক্সে তাদের সেরাটা দিয়েছে। সেটাই আসল। পরের ম্যাচের জন্য শুভেচ্ছা রইল। গোটা দেশ তোমাদের জন্য গর্বিত।”