বুধবার থেকে নটিংহ্যামে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ। তার আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল অধিনায়ক বিরাট কোহলিকে। যদিও সিরিজ খেলতে নামার আগে তিন ক্রিকেটার ছিটকে গেছেন সিরিজ থেকে। চোটের কারণে মায়াঙ্ক আগরওয়ালকেও পাওয়া যাবে না এই টেস্টে।
🗣️ 🗣️ Any match you play for your country is important: #TeamIndia captain @imVkohli #ENGvIND pic.twitter.com/EjuE4Zs0pj
— BCCI (@BCCI) August 3, 2021
দলের ওপেনিং কম্বিনেশন নিয়ে বিরাট কোহলি আর রবি শাস্ত্রী যথেষ্ট চিন্তাভাবনা করছেন। তবে এদিন সাংবাদিক বৈঠকে প্রথম একাদশ নিয়ে মুখ খুললেন না কিং কোহলি। মায়াঙ্ক আগরওয়াল চোট পেয়ে ছিটকে যাওয়ার পর রোহিত শর্মার সঙ্গে ওপেন কে করবেন? কেএল রাহুল ও হনুমা বিহারী? সে প্রশ্নও এড়িয়ে গেলেন কোহলি।
Just 1⃣ sleep away from the series opener ⌛️#TeamIndia #ENGvIND pic.twitter.com/aXuLl3HvQF
— BCCI (@BCCI) August 3, 2021
চেতেশ্বর পুজারার স্লো ব্যাটিং নিয়ে এর আগে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারত অধিনায়ককে। যদিও এদিন পুজারাকে নিয়ে প্রশ্ন তোলা হলেও তা স্ট্রেট ব্যাটে খেলেন কোহলি। বললেন, পুজারার মতো ব্যাটসম্যান দলের সম্পদ। ওঁর অহেতুক সমালোচনার কোনও মানে হয় না।
Getting into the groove for the 1⃣st #ENGvIND Test be like 👌 💪#TeamIndia pic.twitter.com/giBp5nk09s
— BCCI (@BCCI) August 2, 2021
এর আগে ২০১৮ তে শেষ ইংল্যান্ড সফরে ১-৪ ফলে সিরিজ হারতে হয়েছিল ভারতকে। সে নিয়ে বিরাটকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তখনকার ভারতীয় দলের থেকে এখনকার দল আরও শক্তিশালী। এবার অন্য ভারতকে দেখা যাবে। আগেরবারের ভুল এবার হবে না।