আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। তবুও মহেন্দ্র সিং ধোনির যে কোনওরকম অ্যাক্টিভিটি তাঁর অনুরাগীদের চর্চায়। আর স্টাইলের দিকে থেকে বরাবরই তরুনদের আইকন MSD। এবারেও স্টাইলে মাত করেই ফের খবরের শিরোনামে চলে এলেন ক্যাপ্টেন কুল।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর হেয়ার স্টাইল। এবারে মহাউক কাট। সঙ্গে মুখে সেই পরিচিত হাসি। নেট দুনিয়া তোলপাড় MSD-এর নতুন হেয়ার স্টাইলে। হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম তাঁর ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ধোনির বেশ কয়েকটি নিউ হেয়ারকাটের ছবি।