MOM CRICKET
Share it

বয়স মাত্র ৫৮। কিন্তু, ক্রিকেটীয় স্কিলে তাক লাগিয়ে দিয়েছেন এক বাঙালি প্রৌঢ়া। আর এমনই একটি ভিডিও চোখ কপালে তুলে দিয়েছে নেটিজেনদের।


কলকাতা নাইট রাইডার্স (KolkataKnightRiders)-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলা পরিবারের পুরুষ সদস্যদের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেলছেন ছাদে। বল করছেন পরিবারের তরুন সদস্য। আর ব্যাট হাতে ‘বাপি বাড়ি যা’ করে ছাড়ছেন ওই মহিলা। কলকাতারই কোনও একটি এলাকার ঘটনা, নাড়িয়ে দিয়েছে নেটিজেনদের।

Share it