Mirabai Chanu
Share it

“আমি খুবই খুশি। পাঁচ বছর ধরে এই দিনটারই স্বপ্ন দেখেছিলাম।” টোকিয়ো অলিম্পিক্সে রূপো জেতার পর এমনই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানালেন ভারোত্তলক মীরাবাঈ চানু।


মীরাবাঈ চানুর হাত ধরে টোকিয়ো অলিম্পিক্সে প্রথম পদক এল ভারতের ঘরে। ২৬ বছর বয়সি চানু ৪৯ কিলো বিভাগে অন্যতম ফেভারিট হিসেবেই শনিবার রূপোর পদক জেতেন। মীরাবাঈ অলিম্পিক্সে দ্বিতীয় ভারোত্তলক হিসেবে পদক জয় করলেন। করোনা অতিমারির কারণে একটা সময় প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছিল চানুর।


চানুর এই কৃতিত্বে খুশি গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে একের পর এক পোস্ট করছে দেশবাসী। টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লেখেন, “এর চেয়ে বেশি আনন্দের কিছু হতেই পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। তাঁকে শুভেচ্ছা ভারোত্তোলনে রুপো জেতার জন্য। ওঁর সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে।”


চানু যেই বিভাগে রূপো জেতেন, সেই বিভাগে অলিম্পিক্স রেকর্ড গড়ে প্রথম হন চিনের ঝৌ হৌ। তিনি মোট ২১০ কিলোগ্রাম ওজন তোলেন। মীরাবাঈ তুলেছেন মোট ২০২ কিলোগ্রাম। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ। তিনি তুলেছেন ১৯৪ কিলোগ্রাম।


টোকিয়ো অলিম্পিক্সে এক মাত্র ভারোত্তোলক হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছেন চানু। বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর এ বার অলিম্পিক্সে রুপো জয় করলেন মীরাবাঈ চানু। তাঁর পদক জয়ে আনন্দে আত্মহারা চানুর গ্রামের প্রতিবেশী ও পরিবারের লোকজন।

Share it