“আমি খুবই খুশি। পাঁচ বছর ধরে এই দিনটারই স্বপ্ন দেখেছিলাম।” টোকিয়ো অলিম্পিক্সে রূপো জেতার পর এমনই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানালেন ভারোত্তলক মীরাবাঈ চানু।
I am very happy, was dreaming of this for past five years: Weightlifter Mirabai Chanu after winning silver medal at Olympic Games
— Press Trust of India (@PTI_News) July 24, 2021
মীরাবাঈ চানুর হাত ধরে টোকিয়ো অলিম্পিক্সে প্রথম পদক এল ভারতের ঘরে। ২৬ বছর বয়সি চানু ৪৯ কিলো বিভাগে অন্যতম ফেভারিট হিসেবেই শনিবার রূপোর পদক জেতেন। মীরাবাঈ অলিম্পিক্সে দ্বিতীয় ভারোত্তলক হিসেবে পদক জয় করলেন। করোনা অতিমারির কারণে একটা সময় প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছিল চানুর।
Could not have asked for a happier start to @Tokyo2020! India is elated by @mirabai_chanu’s stupendous performance. Congratulations to her for winning the Silver medal in weightlifting. Her success motivates every Indian. #Cheer4India #Tokyo2020 pic.twitter.com/B6uJtDlaJo
— Narendra Modi (@narendramodi) July 24, 2021
চানুর এই কৃতিত্বে খুশি গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে একের পর এক পোস্ট করছে দেশবাসী। টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লেখেন, “এর চেয়ে বেশি আনন্দের কিছু হতেই পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। তাঁকে শুভেচ্ছা ভারোত্তোলনে রুপো জেতার জন্য। ওঁর সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে।”
Mirabai Chanu wins #Silver medal in #Tokyo2020 weightlifting, becomes the only second Indian weightlifter ever to win an #Olympics medal
(Photo Credit: Indian Olympic Association) pic.twitter.com/ulgAQlkAk3
— ANI (@ANI) July 24, 2021
চানু যেই বিভাগে রূপো জেতেন, সেই বিভাগে অলিম্পিক্স রেকর্ড গড়ে প্রথম হন চিনের ঝৌ হৌ। তিনি মোট ২১০ কিলোগ্রাম ওজন তোলেন। মীরাবাঈ তুলেছেন মোট ২০২ কিলোগ্রাম। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ। তিনি তুলেছেন ১৯৪ কিলোগ্রাম।
#WATCH | Manipur: Family and neighbours of weightlifter Mirabai Chanu burst into celebrations as they watch her win the #Silver medal for India in Women's 49kg category. #OlympicGames pic.twitter.com/F2CjdwpPDc
— ANI (@ANI) July 24, 2021
টোকিয়ো অলিম্পিক্সে এক মাত্র ভারোত্তোলক হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছেন চানু। বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পর এ বার অলিম্পিক্সে রুপো জয় করলেন মীরাবাঈ চানু। তাঁর পদক জয়ে আনন্দে আত্মহারা চানুর গ্রামের প্রতিবেশী ও পরিবারের লোকজন।