Using ice-cream sticks, 14-year-old Nandini Pattnaik from Puri dedicates a mini 'Tokyo Olympics stadium'
Share it

করোনা আবহের মধ্যেই শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিকস। ভারতের নাম পদকের তালিকায় এনে দেশকে গর্বিত করেছেন মীরাবাঈ চানু। ফলে বিশ্বজুড়ে উৎসাহ উদ্দীপনা চলছে বিশ্বের সবচেয়ে বড় এই ইভেন্টকে ঘিরে। ভারতেও যে উৎসাহের কোনও অন্ত নেই তা প্রমাণ করেছেন ১৪ বছরের নন্দিনী পট্টনায়ক।


অলিম্পিকস নিয়ে মাতামাতির মধ্যেই পুরীর বাসিন্দা নাবালিকা নন্দিনী পট্টনায়ক তৈরি করে ফেলেছেন স্টেডিয়ামের মিনিয়েচার। আর তাঁর তৈরি সেই মিনিয়েচার তাক লাগিয়ে দিয়েছে দেশের মানুষকে। আইস ক্রিমের কাঠি দিয়ে তৈরি করেছেন আস্ত একটা অলিম্পিকস স্টেডিয়ামের মিনিয়েচার।

নন্দিনী জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের উৎসাহ ও মনোবল বাড়াতেই তিনি এই মিনিয়েচার মডেল তৈরির কথা ভেবেছিলেন। এই মডেল স্টেডিয়ামটি তৈরি করতে তাঁর ৮ থেকে ১০ হাজার আইস ক্রিমের কাঠি প্রয়োজন হয়েছে বলেও সংবাদ সংস্থা ANI কে জানিয়েছেন নন্দিনী।

Share it