ইস্টবেঙ্গল ক্লাবের সামনে সমর্থকদের বিক্ষোভ
Share it

ইস্টবেঙ্গল তাঁবুর সামনে বিনিয়োগকারীদের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের চুক্তি-সংঘাতের জেরে ধুন্ধুমার কাণ্ড। সমর্থকদের দুই গোষ্ঠীর মধ্যে বচসা, হাতাহাতি। পুলিশের লাঠিচার্জ। পাল্টা গাড়ি ভাঙার অভিযোগ। ইস্টবেঙ্গল তাঁবুর সামনে বিক্ষোভের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

সমর্থকদের একটা বড় অংশের দাবি, ক্লাবের বর্তমান শাসক গোষ্ঠীর কর্মকর্তাদের সরে যেতে হবে। বিশেষ করে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার (নীতু)-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে, সমর্থকদের অপর একটি অংশ আবার কর্মকর্তাদের পাশে। তাঁদের দাবি, ক্লাব বিক্রি করা চলবে না।

২১ জুলাই সোশ্যাল মিডিয়ায় বড় জমায়েতের ডাক দেওয়া হয়েছিল ক্লাব সমর্থকদের তরফে। সেই মতো এদিন ক্লাবকর্তাদের বিরোধী সমর্থকরা দুপুর ১টার আগে থেকেই ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। পাল্টা জড়ো হচ্ছিলেন ক্লাবকর্তাদের ঘনিষ্ঠ সমর্থকরাও। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছিল পরিবেশ। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অশান্তির আঁচ পেয়ে প্রস্তুত ছিল পুলিশও। ঘোড়পুলিশও মোতায়েন ছিল ঘটনাস্থলে।

Share it