ভারতীয় ক্রিকেট দলের সেলিব্রেশন
Share it

মঙ্গলবারের ম্যাচে জয়ের ঘোর যেন এখনও লেগে রয়েছে ভারতীয় দলের চোখে মুখে। শুধু ধাওয়ান বাহিনীই নয়, সুদূর ইংল্যান্ডে বসে কিং কোহলিরাও মুগ্ধ চাহারদের অতিমানবীয় খেলায়। দীপক চাহার ও ভূবনেশ্বর কুমার যখন শেষদিকে মরিয়া লড়াই চালাচ্ছেন, তখন ডারহামে টিভির সামনে বসে গোটা দল চিৎকার করে উৎসাহ দিয়ে যাচ্ছে তাদের।


BCCI-এর তরফে টুইটারে এমনই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মারা টিভির সামনে বসে গলা ফাটাচ্ছেন ধাওয়ান ব্রিগেডের জন্য। ব্যাপার যেন এরকম, টিম ইন্ডিয়া (ডারহাম) উৎসাহ দিচ্ছে টিম ইন্ডিয়া (কলম্বো)কে। রাহুল দ্রাবিড়ের দলের জন্য একটা মুহূর্তও মিস করা যাচ্ছিল না।


মঙ্গলবার রাত ভারতীয় ক্রিকেট দলের জন্য অনেকগুলো ইতিবাচক দিক তুলে ধরেছে বলা চলে। ক্রিকেট বিশ্বকে একই সঙ্গে বার্তা দেওয়া সম্ভব হয়েছে, (এক) একই সময়ে দুটো ভারতীয় দল সমান্তরালভাবে ক্রিকেটবিশ্বকে শাসন করতে পারে। এতটাই শক্তিশালী ভারতীয় ক্রিকেট। (দুই) আগামী ১০ বছরের জন্য সু-ভবিষ্যৎ নিশ্চিত ভারতীয় ক্রিকেটের। (তিন) তরুণ প্রতিভাবান ক্রিকেটাররাও দেশকে জেতাতে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। এবং (চার) তরুণ প্রতিভা তুলে আনার জন্য এই মুহূর্তে IPL-এর কোনও বিকল্প নেই।


মঙ্গলবার অলরাউন্ডার দীপক চাহারের অতিমানবীয় ইনিংস ও ভূবনেশ্বর কুমারের যোগ্য সহায়তায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ ও সিরিজ দুটোই পকেটে পুরে ফেলে ভারত। দীপক চাহার অপরাজিত থাকেন ৮২ বলে ৬৯ রান করে। ভূবি ও চাহারের জুটিতে ওঠে ৮৪ রান। তবে এই জয়ে সূর্যকুমার যাদব ও মণীশ পাণ্ডের র দুর্দান্ত ইনিংসও অনেকটাই বড় ভূমিকা পালন করেছে।

Share it