একদিনের সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করল শিখর ধাওয়ানের নেতৃত্বে সফরকারী ভারতীয় দল। শ্রীলঙ্কাকে পরাজিত করল ৭ উইকেটে। অধিনায়ক শিখর ধাওয়ান ৮৬ রানে অপরাজিত থাকলেন। মণীশ পান্ডে আউট হন ২৬ রানে। ৪২ বলে ৫৯ রান করে টি-২০ মেজাজে ব্যাট করলেন ঈশান কিষান। অপেনিংয়ে পৃথ্বী শাউও ঝড় তোলেন। মাত্র ২৪ বলে ৪৩ রান করেন তিনি। শেষ পর্যন্ত সূর্যকুমার য়াদব ২০ বলে ৩১ রান করে শিখর ধাওয়ানের সঙ্গে অপরাজিত থেকে জয় এনে দেন। মাত্র ৩৬.৪ ওভারের মাথায় ৭ উইকেটে জয় তুলে নেয় ভারতীয় দল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দাসুন শানাকা। তবে ভূবনেশ্বর কুমারদের দাপটে বোলিংয়ের সামনে সেভাবে ধ্বংসাত্মক হয়ে উঠতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। আভিস্কা ফার্নান্ডো ৩৩ রান করেন। চারিথ আশালঙ্কা ৩৮ ও অধিনায়ক শানাকা ৩৯ রান করেন। শেষ দিকে করুনারত্নে ৩৫ বলে ৪৩ রান করে অপরাজিত থেকে দলকে ভালো জায়গায় নিয়ে যান। দুই স্পিনার যজুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব ২টি করে উইকেট পেয়েছেন। দীপক চাহারও পেয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ক্রুনাল ও হার্দিক পান্ডিয়া।