Mohammedan Sporting Win
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কলকাতা লিগে ইতিহাস। ৪০ বছর পরে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং। বৃহস্পতিবার যুবভারতীতে রেলওয়ে এফসি-কে ১-০ গোলে হারায় সাদা-কালো ব্রিগেড। ম্যাচের এক মাত্র গোলদাতা মার্কাস জোশেফ। এই নিয়ে ১২ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল মহামেডান স্পোর্টিং।

ফাইনালে যুবভারতীতে প্রায় ২৪ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে মহামেডান। মাত্র ৪ মিনিটের মাথায় গোলও করে এগিয়ে যায় আন্দ্রেই চের্নেশভের দল। শুরু থেকেই তিন অস্ত্র মার্কাস, আজহারউদ্দিন ও ফৈয়াজকে রেল ডিফেন্সে আক্রমণ শানায়।

প্রথমার্ধে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে সাদা-কালো ব্রিগেড। গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকাররা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে রেলওয়ে এফসি। কিন্তু, মহামেডানের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি তারা। ফলে গোলের মুখ খুলতে পারেনি রেল। তবে বেশ কয়েকটি সুযোগ এসেছিল।

Share it