MSC won their 2nd practice match
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: I League-এর প্রস্তুতি ভালোমতোই সারছে সাদা-কালো ব্রিগেড। Aryax Football Academy-এর পর গোকুলাম কেরালাকে হাফ ডজন গোল দিল মহমেডান স্পোর্টিং ক্লাব। বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণের দলটিকে ৬-২ গোলে হারাল মহমেডান।

কোচ আন্দ্রে চেরনিশভের অধীনে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সাদা-কালো ব্রিগেড। মার্কাসদের চোখ ধাঁধানো অ্যাটাকিং ফুটবলে দিশেহারা হয়ে যায় গোকুলাম কেরালা। আক্রমণের ঝাঁঝে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় মহমেডান। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে রুডোভিচরা। যদিও শেষের দিকে গোকুলাম ২টি গোল করে ব্যবধান কিছুটা কমায়।

এদিন নিকোলা জোড়া গোল করেন। একটি করে গোল করেন রুডোভিচ, মিলন, আজহার ও সুশীল। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে HERO I League.

Share it