MSC Beat Bangla
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দুরন্ত গতিতে এগোচ্ছে কোচ আন্দ্রে চেরনিশভের অধীনে মহমেডান স্পোর্টিং ক্লাবের I League প্রস্তুতি। বুধবারের পর বৃহস্পতিবারও তৃতীয় তথা শেষ প্র্যাকটিস ম্যাচে জয়ী হল সাদা-কালো ব্রিগেড।

এদিন সকালে সন্তোষ ট্রফিতে অংশ নেওয়া বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে মহমেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে বাংলাকে ১-০ গোলে হারায় চেরনিশভের দল। ম্যাচে একমাত্র গোলটি করেন সুশীল মিত্তেই।
এই নিয়ে টানা তিনটে অনুশীলন ম্যাচেই জয়ী হল মার্কাসরা।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে Hero I League ২০২১-২২। তার আগে বৃহস্পতিবার শেষ প্র্যাকটিস ম্যাচটি খেলে ফেলল রুডোভিচরা। মহমেডান দল বর্তমানে অত্যন্ত সুসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ৪০ বছর পরে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও ক্লাবে নতুন বেশ কয়েকটি স্পনসরও এসেছে। সব মিলিয়ে এবার I League-এ ভালো কিছু করতে মরিয়া সাদা-কালো ব্রিগেড।

Share it