MD Sporting
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: IPL চলছে জোরকদমে। এরই মধ্যে ডুরান্ড ফাইনাল নিয়ে পারদ চড়ছে কলকাতায়। রবিবার ডুরান্ড ফাইনালে নামছে মহমেডান স্পোর্টিং ও এফসি গোয়া। যুবভারতীতে খেলা দেখার অনুমতি পেয়ে বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন প্রচুর মানুষ। গ্যালারিতে বসে সেমিফাইনালে মহমেডানের খেলা দেখেছিলেন ২৫ হাজার দর্শক। এ বার ফাইনাল ম্যাচ দেখতে আসবেন প্রায় ৩৪ হাজার দর্শক। শুধু মহমেডান নয়, যুবভারতীতে ভীড় করছেন ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থকরাও।

শুক্রবার ময়দানের সাদা-কালো তাঁবুতে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রবিবার ডুরান্ড ফাইনালের আগে টিকিটের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছেন মহমেডান কর্তারা। গত বারের মতো এ বারেও আইএসএল হচ্ছে গোয়াতে। সমর্থকদের ঢোকার অনুমতি নেই। তাই প্রিয় দলের খেলা সামনে থেকে দেখতে না পেয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন দুই প্রধানের সমর্থকরা।

এরই মধ্যে ময়দানে জোরদার অনুশীলন চালাচ্ছে দু’দলের ফুটবলাররা।

Share it