নিউজ ওয়েভ ইন্ডিয়া: একে একে গোয়ায় অনুশীলন শিবিরে ভারতীয় ও বিদেশি ফুটবলাররা পা দিচ্ছিলেন। গতকালই গোয়ায় পৌঁছন SC East Bengal-এর স্প্যানিশ কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজ ও তাঁর সহকারী অ্যাঞ্জেল কুয়েবলা গার্সিয়া। বৃহস্পতিবার মহম্মদ রফিক, বিকাশ জাইরু সহ গোটা সাতেক ফুটবলার ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিতে গোয়ায় পৌঁছন।
Good afternoon #TorchBearers . Head to our Instagram/Facebook stories for all travel updates as the boys arrive in Goa. #JoyEastBengal #WeAreSCEB #HeroISL 🔴🟡 pic.twitter.com/2Krv5UTPmc
— SC East Bengal (@sc_eastbengal) September 30, 2021
এদিন গোয়ায় পৌঁছন মহম্দ রফিক, শুভম সেন, হীরা মণ্ডল, সৌরভ দাস, শুভ ঘোষ, শঙ্কর রায় ও বিকাশ জাইরু। মঙ্গলবার থেকেই গোয়ায় পৌঁছতে শুরু করে দিয়েছেন ফুটবলারা। প্রথমেই ক্রোয়েশিয়ান ফুটবলার ফ্রাঞ্জো ফ্রস গোয়ায় পৌঁছন। বুধবার টিম সমেত গোয়ায় পৌঁছন স্প্যানিশ হেড কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজ ও তাঁর সহকারী অ্যাঞ্জেল পুয়েবলা গার্সিয়া। পৌছন ম্যানেজার ও দ্বিতীয় সহকারী কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই ভারতের পথে রওনা দিয়েছেন আমির ডার্বিসেভিচ ও টমিস্লাভ মার্সেলা। দুবাইতে পৌঁছেছেন তাঁরা। বৃহস্পতিবার রাতে বা শুক্রবার ভোরেই গোয়া পৌঁছে যাবেন তাঁরা।